বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

অস্বাভাবিক মৃত্যু হলে বুঝবেন হত্যা করা হয়েছে: পরীমণি

অনলাইন ডেস্ক / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

‎ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাজ। মৃত্যুর খবর চোখে পড়তেই ফেসবুক লাইভে আসেন। অনুরাগীদের নিশ্চিত করেছেন তিনি সুস্থ আছেন। ভুয়া সংবাদ দিয়ে বিভ্রান্ত তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন।

‎আজ সোমবার (১৯ মে) সকালে ‘Regular360’ নামের একটি ভুয়া সাইটে অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়ানো হয়। এরপর রাত সাড়ে ৭ টায় পরীমণি লাইভে হাজির। ওই ভিডিও বার্তায় ভুয়া সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের এক হাত নেন।

1747671049729

‎তিনি বলেন, আজকে সারাদিন ফ্যাশান ব্রান্ড বডির শুটিং করেছি। ইচ্ছা ছিল টিমের সব সদস্যাদের নিয়ে একটা লাইভ করব। কিন্তু সকালের ঘটনা আমাকে অস্বস্তিতে ফেলেছে। অনেকে আমার মৃত্যুর খবর জানতে আমাকেই ফোন দিয়েছেন। মেসেজ করেছেন। আমি বেঁচে আছি কিনা জানতে চাইছেন। একটা মিথ্যা সংবাদের কারণে আজকের সব পরিকল্পনা নষ্ট হয়েছে।

আমার যদি কিছু হয় তাহলে নিজেই ফেসবুকে পোস্ট দিতাম। আমার জ্বর হলে বা আমার মন খারাপ হলে সব বিষয় আমি সামাজিকমাধ্যমে পোস্ট করে জানিয়ে দেই।

‎এখানেই শেষ না পরীমণি আরও বলেন, আমি চার বছর আগে চিল্লাইয়া চিল্লাইয়া বলেছি,  এখনও বলছি আমি আত্মহত্যা করব না। আমি আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই। যদি কোনোদিন আমার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাহলে সবাই বুঝবেন আমাকে হত্যা করা হয়েছে।
1747671077325


‎তিনি যোগ করেন, পরিবার নিয়ে আমি অনেক সুখেই আছি। হাসিখুশি আছি। আত্মহত্যা করার মতো কারণ নেই। যারা বেশি ভিউসের আশায় জীবিত মানুষকে মেরে ফেলেন তাদের উপার্জন গলা দিয়ে নামে কীভাবে? ওই ফেসবুক লাইভে ভুয়া সাংবাদিকদের উদ্দেশে অভিনেত্রীকে ক্ষোভ ঝাড়তে শোনা যায়। 

‎ফেসবুক লাইভে অভিযোগ করে তিনি বলেন, কোনো একটা বিষয় থেকে সবার দৃষ্টি সরানোর জন্য পরীমণিকে বেছে নেওয়া হয়। যখন কোনো নিউজ খুঁজে না পায় তখন আমাকে একজনের সাথে বিয়ে দিয়ে দেয়। এবার কিছু খুঁজে না পেয়ে আমাকে মেরে ফেলেছে। আপানারা কখনও মৃত মানুষকে লাইভে দেখেছেন? এই মুহূর্তে দেশে যেটা চলছে, জনপ্রিয় একজন অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। সবাই এইটা নিয়ে কথা বলছে। সবার দৃষ্টি সরানোর জন্য আমাকে নিয়ে টানাটানি। এমনটা হতে পারে!‎

আবার এমনও হতে পারে, পরীমণির মৃত্যুর খবর ছড়িয়ে দাও। যদি কোনো রিঅ্যাকশন না দেয় তাহলে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। ভুয়া সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে পরীমণি বলেন, নিউজের শিরোনামের জন্য অন্যকিছু খুঁজে পান না? যারা মনে করছেন পরীমণির মৃতদেহ ঝুলন্ত পাবেন। তারা এই সব চিন্তা বাদ দিয়ে হজ করে আসেন। নিজের মনটা পরিষ্কার করে আসেন।

‎সবশেষে অভিনেত্রী বলেন, আমি তো সবকিছু ছেড়ে-ছুড়ে চুপ করে ছিলাম। কিন্তু দেখলাম এইটাও আপনাদের পছন্দ না। আমি আগেই ভালো ছিলাম মুখের ওপর কথা বলে দিতাম। যেটা ভালো না লাগবে সরাসরি না বলতাম। আবার যেইটা ভালো লাগবে সেটা খুব প্রশংসা করতাম। আমি ওরকমই ঠিক আছি। চুপচাপ কোনো কিছু এভয়েড করা আমার সাথে যায় না।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর