শনিবার, ০৩ মে ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

দিরাইয়ে বজ্রপাতে যুবকের মৃ ত্যু

অনলাইন ডেস্ক / ২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে থেকে ট্রলিতে করে ধান আনতে গিয়ে বজ্রপাতে রিংকু দাস (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর গ্রামের মৃত রনধীর দাসের ছেলে।

বৃহস্পতিবার (১ মে) দেড়টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাওরে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা একই গ্রামের সুবীর দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওর থেকে ট্রলিতে করে ধান নিয়ে গোপালপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন রিংকু দাস। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর