শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

চালু হচ্ছে শমশেরনগর সহ দেশের পরিত্যক্ত ৭ বিমানবন্দর

অনলাইন ডেস্ক / ৬৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দেশের বিভিন্ন জেলায় বিমানবন্দর রয়েছে ২৮টি। অভ্যন্তরীণ রুটে বর্তমানে ৮টি বিমানবন্দর সচল রয়েছে। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর। অনেকগুলো বিমানবন্দর পরিত্যক্ত, অব্যবহৃত ও নির্মাণাধীন। পরিত্যক্ত ও অব্যবহৃত ৭টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নতুন যুক্ত হতে যাওয়া বিমানবন্দরগুলো হচ্ছে ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া, শমসেরনগর, কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর। এই বিমানবন্দরগুলো চালু হলে অভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ঘটবে এবং যাত্রী পরিবহণ বাড়বে।

ইতোমধ্যেই এই সংক্রান্ত প্রয়োজনীয় কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বেবিচকের ২০৩০ সালের কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

অভ্যন্তরীণ রুটে বর্তমানে সচল বিমানবন্দরগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, যশোর, সৈয়দপুর ও কক্সবাজার। এসব বন্দরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর