শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

দর্শকের কাছে ঋণী হয়ে গেলাম: মন্দিরা চক্রবর্তী

অনলাইন ডেস্ক / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

মন্দিরা চক্রবর্তী- ঢালিউডের নতুন বাসিন্দা। এবার ঈদে মুক্তি পাওয়া সরকারি অনুদানের সিনেমা ‘কাজল রেখা’র মাধ্যমে সিনেপর্দায় অভিষেক হলো এই নৃত্যশিল্পী ও অভিনেত্রীর। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ঈদ, ঈদের সিনেমা, পহেলা বৈশাখ ও নানা বিষয়ে এই নবাগত নায়িকা কথা বলেছেন দৈনিক বাংলার সাথে।

ঈদ-বৈশাখ উৎসব ছিল অন্যরকম…

সত্যি কথা বলতে কী, প্রতি বছর যেভাবে কাটানো হয় এবার পুরো তার উল্টো। নিজের সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় ঈদ-বৈশাখ উৎসব কীভাবে পার হয়ে গেল টেরই পেলাম না। এবারের ঈদে ‘কাজল রেখা’ সিনেমা ছাড়াও আমার নতুন একটি বিজ্ঞাপন প্রচারে এসেছে। সপ্তাহ ধরে প্রচারিত হচ্ছে রাঁধুনীর সেই বিজ্ঞাপনচিত্রটি। নতুন সিনেমা-বিজ্ঞাপনের মধ্যেই কেটে গেছে ঈদ-বৈশাখের দুই উৎসব। এ ছাড়া প্রায় প্রতিদিনই বিভিন্ন টিভি চ্যানেলের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে অংশ নিতে হয়েছে।

খুবই আনন্দিত ও অভিভুত…

সিনেমাটির মুক্তির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলাম। কারণ এর আগে একাধিকবার ছবিটির মুক্তির তারিখ ঘোষিত হয়েছিল। অবশেষে এবারের ঈদে তার সেই প্রতিক্ষার অবসান ঘটে। ঈদের মতো এত বড় উৎসবে আমার প্রথম ছবি মুক্তিতে আমি খুবই আনন্দিত ও অভিভুত। ভালো লাগছে ছবিটি দর্শকরা গ্রহণ করেছেন। চারিদিক থেকে অভিনয়ের প্রশংসা পাচ্ছি। ‘কাজল রেখা’র কারণে নিজের আসল নামটাও বাদ পড়ে গেছে। মন্দিরার পরিবর্তে প্রায় সবাই এখন আমাকে ‘কাজল রেখা’ বলে ডাকছেন। সিনেমাটির কোনো শোতে হাজির হলে দর্শকরাও চিৎকার করে এই নাম উচ্চারণ করছেন। ‘কাজল রেখা’র সঙ্গে সেলফি-ছবি তোলার জন্য ভিড় করছেন। এসব খুব ভালো লাগছে।

দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছি…

মূল কথা হলো, আমরা যতগুলো সিনেমা হল প্রত্যাশা করেছিলাম, ততগুলো পাইনি। মোট সাতটি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে নিজেও বেশ কয়েকবার হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছি। দর্শকের সঙ্গে কথা বলেছি। দর্শক আমার এবং সিনেমার প্রশংসা করেছেন, সাধুবাদ জানিয়েছেন। দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছি প্রতিনিয়ত, কখনো সরাসরি দর্শকের সঙ্গে কথা বলে, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিজেও বেশ সন্তুষ্ট…

সব মিলিয়ে আমি নিজেও বেশ সন্তুষ্ট। কাজল রেখা আমার জীবনের প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সেলিম ভাইয়ের প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রত্যাশা ছিলো যে সিনেমাটি দর্শকের কাছে ভালোলাগবে। বিশেষত আমার চরিত্রটি। দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হয়েছেন, এটাই আমার প্রাপ্তি। আমি যে অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি-দর্শকের কাছ থেকে তার বিপরীতে যে ভালোবাসা, যে সম্মান আমি পেয়েছি, তাতে সত্যিই মুগ্ধ আমি।

হাতে আছে দুই সিনেমা…

সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদে মুক্তি পাবে আমার দ্বিতীয় ছবি ‘নীলচক্র’। শুটিং শেষে সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে। ‘কাজল রেখা’ কয়েকশ বছর আগের পুরনো গল্পের হলেও ‘নীলচক্র’ এই সময়ের। এ ছাড়া আরও নতুন দুটি সিনেমায় শুটিং শুরু করব।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর