শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত হার্টে ব্লক: সিঙ্গাপুর যাবেন না জামায়াত আমির, দেশেই সার্জারি করাতে অনড় ১০২ এসিল্যান্ড প্রত্যাহার

লাউয়াছড়া বনে আগরগাছ চুরির হিড়িক, বনপ্রহরী প্রত্যাহার

সালাহউদ্দিন শুভ / ২২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগরগাছ চুরির ঘটনা বেড়েছে। গত এক সপ্তাহে কমপক্ষে পাঁচটি গাছ কাটার অভিযোগ উঠেছে, যার মধ্যে প্রধান ফটকের সামনে কোটি টাকা মূল্যের একটি ১৫০ ফুট উচ্চতার গাছের মাথাও করাত দিয়ে কেটে নেওয়া হয়েছে। স্থানীয়রা বনকর্মীদের সহায়তার ইঙ্গিত দিলে বন বিভাগ তদন্তের কথা জানিয়েছে।

এদিকে শনিবার (২৯ মার্চ) প্রাথমিক তদন্ত করে বন বিভাগ মো.শফিকুর রহমান নামের এক বন প্রহরীকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে প্রত্যাহার করে। বিষয়টি নিশ্চিত করেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.জাহাঙ্গীর আলম।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, লাউয়াছড়ার বিভিন্ন এলাকায় আগরের বাগান থেকে পূর্ণবয়স্ক গাছ চুরি হচ্ছে। গত বুধবার রাতে বন টহলদলের উপস্থিতিতেই প্রধান ফটকের সামনের বিশাল আগরগাছের শীর্ষ অংশ কেটে নিয়ে যায় চোররা। কাটা অংশের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি যোগদানকারী এক বন প্রহরীর আমলে চুরি বেড়েছে।

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ঘটনা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত চলছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.জাহাঙ্গীর আলম বলেন, চুরি হওয়া আগর গাছ উদ্ধার কাজে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে। আজ শনিবার আপাতত তাকে প্রত্যাহার করা হয়েছে, তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে সাসপেন্ড করা হবে।

উল্লেখ্য, আগর কাঠ থেকে তৈরি সুগন্ধি বিদেশে রপ্তানি হয় বলে এগুলোর চাহিদা বেশি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর গত শনিবার বন পরিদর্শন করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর