মৌলভীবাজারে মওলা বকস্ ও করিম বকস্ লিমিটেডের (ডিষ্টিবিউটর-বৃটিশ আমেরিকান টোব্যাকো) পক্ষ থেকে ৬৫ জন দুস্থ, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পবিত্র ঈদ ঊল ফিতর উপলক্ষে ১ প্যাকেট করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯মার্চ) দুপুরে জেলার বিভিন্ন স্থানে দুস্থ, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পবিত্র ঈদ ঊল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা।
এ সময় উপস্থিত ছিলেন মওলা বকস্ করিম বকস্ লিমিটেডের মৌলভীবাজার জেলার বিজনেস ম্যানেজার গোপাল কর ও অপারেশন ম্যানেজার শেখ শাইদুল ইসলাম সহ সেলস ম্যানেজার ওমর ফারুক উপস্থিত ছিলেন।
যার মধ্যে ছিলো-পোলাও চাল-১ কেজি, চিনি ১ কেজি, গুড়া দুধ ১ প্যাকেট, মসুর ডাল ১ কেজি, পিয়াজ ১ কেজি, আলু ১ কেজি, সেমাই ১ প্যাকেট, লবন ১ কেজি।