মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১২মার্চ ) প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
মৌলভীবাজার প্রেস ক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট তানভীর হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন ফেরদৌস আলম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বকশি মিছবাহ উর রহমান,জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, মৌলভীবাজার জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. মো. আব্দুল মতিন, নারী ও শিশু ট্রাইব্যুনালের (পিপি) এডভোকেট বকশি জুবায়ের আহমদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন মসজিদে বায়তুল মনোয়ার এর খতিব ও জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের অধ্যক্ষ মাওলানা হাফিজ সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।