শাহরুখ খান ও সালমান খান— এই দুই নামের আগে বিশেষণের প্রয়োজন পড়ে না। দু’জনেরই অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না। দুই তারকাকেই এক ঝলক দেখার জন্য দেশ-বিদেশের অনুরাগীরা অপেক্ষা করে থাকেন। বলি পাড়ার এই দুই তারকাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন এক জ্যোতিষী। আর এই ভবিষ্যদ্বাণী করে বেশ তোপের মুখে পড়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্ট শোয়ে এসে বলিউডের এই দুই তারকাকে এমন বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিষী সুশীল কুমার সিংহ। তারপর থেকে তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।
দুই সুপারস্টারের অনুরাগীদের তোপের মুখে পড়েছেন তিনি। ২০২৫ সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন হবে, তা নিয়ে প্রথমে আলোচনা করেন তিনি। তার কথায়, ‘শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। কিন্তু সালমানের খারাপ সময় চলছে বেশ কিছু দিন ধরে। ২০২৫, ২০২৬ ও ২০২৭ সাল খারাপ যাবে সালমানের।’ এর পরেই তিনি দাবি করেন, খুব শিগগির নাকি সালমান বড় অসুখে আক্রান্ত হবেন।
সুশীল কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিলও খুঁজে বার করেছেন এ জ্যোতিষী। তিনি বলেছেন, ‘সালমানের খুব জটিল রোগ ধরা পড়বে শিগগিরই। এই রোগের নাম নেওয়া যায় না। তবে দুজনের একটি মিল রয়েছে। একই সালে শাহরুখ ও সালমানের মৃত্যু হবে। ৬৭ বছরে তারা দুজন শেষনিঃশ্বাস ত্যাগ করবেন।’
সুশীল কুমার আরো দাবি করেন, সালমান ইতিমধ্যেই মারণ রোগে আক্রান্ত। সেই রোগ শুধু ধরা পড়ার অপেক্ষায়। তবে এই রোগ সারবে না। জীবনের শেষের দিনগুলি নাকি তাঁর খুব কষ্টে কাটবে।
এদিকে জ্যোতিষীর এমন মন্তব্যে ক্ষিপ্ত সালমান ও শাহরুখের অনুরাগীরা। তাদের দাবি, কোনো ভালো জ্যোতিষী কারো মৃত্যু দিন প্রকাশ করেন না। মৃত্যু দিন প্রকাশ করা জ্যোতিষশাস্ত্রে অনৈতিক। অনুরাগীরা ইতিমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে জ্যোতিষী সুশীল কুমার সিংহকে কটাক্ষের তীরে বিদ্ধ করছেন।