জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশনের (ইসি) অংশ হিসেবে আর থাকছে না। তৈরি হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে ইসির একটি সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিলের জন্য রহিতকরণ অধ্যাদেশ হচ্ছে। কিন্তু সংস্কার কমিশনের প্রস্তাবের প্রেক্ষিতে জন্ম নিবন্ধন ও এনআইডি নিয়ে স্বাধীন কমিশনের অধীনে আলাদা বিভাগ করতে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ বিদ্যমান সিভিল রেজিস্ট্রেশন কমিশনের (সিভিআরএস) মোড়ক পরিবর্তন করে নতুন কমিশনের ব্যানারে অধ্যাদেশ করার প্রস্তাব করেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক কর্মকর্তা আবেগঘন বার্তা দিয়ে সব কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, ‘আপনারা দুঃখ পেলেও সত্য, আপনাদের কাছে অপ্রিয় হলেও সত্য, আপনারা শুনে হতাশ হলেও এটা সত্য যে, আমাদের সবার কোলে পিঠে করে মানুষ করা এনআইডি আমাদের আর নেই।’