সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

আগামী সপ্তাহে ভারত থেকে আসছে পেঁয়াজ

অনলাইন ডেস্ক / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আগামী সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শুক্রবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সাপ্লাই চেইন মজবুত ও শক্তিশালী করতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সাপ্লাই চেইনের কোথাও যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। আগামী সপ্তাহেই ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসবে।

উল্লেখ্য, দেশে পেঁয়াজের মতো নিত্যপণ্যের বিপুল উৎপাদন হলেও ভরা মৌসুমে পেঁয়াজের দাম ক্রেতাসাধারণের নাগালের বাইরে চলে যায়। গত বছর ভারত আকস্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই অসাধু সিন্ডিকেটের কারসাজিতে পেঁয়াজের দাম চড়তে থাকে। দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ১২০ টাকা ওঠার পর ফের ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য সরকারের পক্ষ থেকে দূতিয়ালি চলতে থাকে। দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ দফায় আওয়ামী লীগ সরকার গঠন করলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি তার প্রথম ভারত সফরে গিয়ে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির জন্য ভারত সরকারকে অনুরোধ জানান। ভারত তাতে রাজি হলে ফেব্রুয়ারির শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের সময় ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনা হয়। গত ২ মার্চ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, সেখানে ভারতের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যে, বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ পাঠানোর বিষয়ে চিঠি ইস্যু করতে ভারতের বাণিজ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বাণিজ্য প্রতিমন্ত্রী তখন মার্চের প্রথম সপ্তাহেই ভারতের পেঁয়াজ দেশে আসার ঘোষণা দিলেও নানা জটিলতায় তা সেসময়ে আনা সম্ভব হয়নি। অবশেষে সেই ৫০ হাজার টন পেঁয়াজ আসা শুরু হচ্ছে আগামী সপ্তাহে।

ওই অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী হতাশা ব্যক্ত করে বলেন, বাজার পরিচালনা কমিটির সহযোগিতা না থাকলে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সম্ভব নয়। শিগগিরই বাজারের সব ব্যবসায়ীকে নিয়ে স্মার্ট বাজার ব্যবস্থাপনা তৈরি করা হবে।

এ সময় তিনি জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে তেল বিক্রি হচ্ছে। বাজারে যথেষ্ট পরিমাণ ছোলা ও চিনির সরবরাহ আছে। কৃষিপণ্য বাজারে আসার আগে হাতবদলসহ সর্বক্ষেত্রে তদারকি বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ভোক্তা স্বার্থরক্ষায় শুধু রমজান মাসে নয়, সারা বছরই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেন, যৌক্তিক কর ব্যবস্থাপনা না থাকলে ভোক্তা স্বার্থরক্ষা করা যাবে না। নিত্যপণ্যের যৌক্তিক কর নির্ধারণ করা গেলে ভোক্তারা উপকৃত হবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর