হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরপুর এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৫টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে সাবেক ঢাকা-সিলেট মহাসড়কের জোরা ব্রিজের পাশে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মীরপুর জোড়া ব্রিজের পাশে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূচনা হয়। মুহুর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।