বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন, জরিমানা

সালাহউদ্দিন শুভ / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

রমজান মাসে কোন ভাবে অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করতে না পারে সেজন্য সরকারি নির্দেশনা কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অবস্থান। মৌলভীবাজারের কমলগঞ্জে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় প্রশাসনকে সহযোগীতা করেন কমলগঞ্জ থানার এসআই অনিকের নেতৃত্বে পুলিশের একটি টীম।

মঙ্গলবার উপজেলার মুন্সিবাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজওয়ান।

অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট সাতটা মামলায় ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর