বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রেপোর্ট / ৪৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা ও ১০টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ওলাময়া এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সকাল ৯টায় লামুয়া এলাকায় একটি অজ্ঞাত গাড়ি এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সহায়তায় ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, সকাল ১০টার দিকে সিন্দুরখান এলাকায় আছিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাহিম মিয়া বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রাহিম মিয়া জামসি গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

সাতগাঁও হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সোহেল রানা ও শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার ২টি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর