আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শেখ জহির উদ্দিনের সংবাদ সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মৌলভীবাজারের কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি শেখ জহির উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
১০ মার্চ রাতে খোরফাক্কানে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ জহির উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত সংগঠনের এবং বাইরের কুচক্রী কিছু লোক নানাভাবে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ৩২ বছর যাবত আমি আরব আমিরাতে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনে সততার সাথে কাজ করে যাচ্ছি। তাছাড়া কমলগঞ্জ সমিতির প্রথম কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আমাকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করা হয়। আমার এই ভালোটা অনেকের কাছে চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে।
আমি মানবতার সেবায় দেশে লাশ প্রেরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু তাতে অনেকেই আমার এই ভালো কাজগুলো মেনে নিতে পারছেন না। তাই আমার বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট কথাবার্তায় অপপ্রচার চালাচ্ছে।এতে করে আমার ব্যবসা-বাণিজ্য এবং ব্যক্তি ইমেজ নষ্ট করা হচ্ছে। আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তবে অপপ্রচারকারীদের সতর্ক করে তিনি বলেন, অন্যথায় মিডিয়া এবং যারা মিডিয়াকে অপপ্রচারে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইউএইর প্রধান পৃষ্টপোষক আব্দুল হক চৌধুরী শায়েস্তা, সহ-সভাপতি জামাল আহমদ,সংগঠক মাহাবুবুল হল সহ আরো অনেকে।