শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কঠোর নিরাপত্তায় আম্বানির বাড়িতে সালমান

বিনোদন ডেস্ক / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ভারতের শীর্ষ ধনকুবের পুক্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের আসরের জন্য গুজরাতের জামনগরে যেন সাজো-সাজো রব! ইতোমধ্যেই সেখানে পৌঁছেছেন বলিউডের নামীদামি তারকারাও। বৃহস্পতিবার ভোরের দিকে নিজের ওয়াই-প্লাস নিরাপত্তার বেষ্টনীর ঘেরাটোপেই জামনগরে পা রাখলেন বলিউডের ভাইজান সালমান খান। সেই সময়ই পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন তিনি।

নিজের ব্যক্তিগত বডিগার্ড শেরা এবং অন্য নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে জামনগর বিমানবন্দর থেকে বের হতে দেখা যায় সালমান খানকে। ক্যাজুয়াল এয়ারপোর্ট লুকে ধরা দিলেন সালমান। তিনি বেছে নিয়েছিলেন জিন্স এবং অলিভ গ্রিন ডেনিম শার্ট। পায়ে গলিয়ে নিয়েছিলেন কালো জুতো। জামনগর বিমানবন্দর থেকে বেরিয়ে বাইরে থাকা পাপারাৎজিদের উদ্দেশে হাতও নাড়েন বলিউডের সুপারস্টার।

এমনিতে আম্বানি পরিবারের কাছে জামনগরের এক বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ গুজরাটের এই শহরের সঙ্গে তাদের পারিবারিক বন্ধন অত্যন্ত গভীর। আর সব থেকে বড় কথা হলো, জামনগরে প্রতিদিন খুব বেশি বিমান অবতরণ করে না। তবে আজ ১ মার্চ সেখানে প্রায় ৫০টি বিমান অবতরণ করার কথা। যদিও জামনগর বিমানবন্দরের তদারকির দায়িত্বে রয়েছে রিলায়েন্স। কারণ এটাই মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিফাইনারি কমপ্লেক্সের প্রবেশদ্বার।

শোনা যাচ্ছে যে, রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসবে পারফর্ম করবেন মার্কিন গায়িকা রিহানা এবং ম্যাজিশিয়ান ডেভিড ব্লেইনের মতো নামীদামি আন্তর্জাতিক তারকারা। এর পাশাপাশি অনুষ্ঠানে অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো ভারতীয় তারকাদেরও পারফর্ম করার কথা রয়েছে।

তিন দিনব্যাপী ওই প্রাক-বিবাহ উৎসবে এক-এক দিন রাখা হচ্ছে এক-এক রকম থিম। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। ফলে ড্রেস কোড থাকছে ‘এলিগ্যান্ট ককটেল’। আবার দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ফলে থাকছে ‘জাঙ্গল ফিভার’ ড্রেস কোড। আর ওই দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারের বাইরে। ফলে আরামদায়ক পোশাক এবং জুতা পরার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’। এক্ষেত্রে দক্ষিণ এশীয় পোশাক পরতে হবে সকল আমন্ত্রিতকে। আর শেষ দিনে রয়েছে দু’টি বড় অনুষ্ঠান। এর মধ্যে প্রথমটি হলো ‘টাস্কার ট্রেলস’। এক্ষেত্রে ড্রেস কোড হতে চলেছে ক্যাজুয়াল চিক। শেষ পার্টির নাম ‘হস্তাক্ষর’। সন্ধ্যার এই অনুষ্ঠানের ড্রেস কোড হল দুর্দান্ত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর