রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

কমলগঞ্জে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন

ডেস্ক রিপোর্ট / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ঘটনার ১৭ দিন পর নির্দিষ্ট কিছু আলামত ও প্রযুক্তির সহায়তায় ঘাতক দিবস রেংগেট (১৯) ও উজ্জল বাউরি (২৩) কে আটক করেছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে কমলগঞ্জ থানায় প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

এসময় তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টায় সংবাদ পাওয়া যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ১১ নম্বর সেকশনে বাগানের ঢালে ১০ বছর বয়সি শিশু কন্যার মৃত দেহ পড়ে আছে। মৃত দেহের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ও গলায় ধারালো অস্ত্রের আঘাতে কাঁটা ছিল। ঘটনাস্থলে শমশেরনগর পুলিশ ফাঁড়ি, কমলগঞ্জ থানা পুলিশ সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত হয়ে অনুসন্ধানকালে জানতে পারেন মৃত দেহটি শমশেরনগর চা বাগানের ৬নং টিলার আপ্পারাও রেলীর মেয়ে পূর্ণিমা রেলী (১০)। তখন প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রস্তুত সহ আনুসাঙ্গিক কাজ শেষ করে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।

পরবর্তীতে ভিকটিমের পিতা অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৫ মামলাটির তদন্তে মৌলভীবাজারের পুলিশ সুপার এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের তত্তাবধানে মামলার কার্যক্রম পরিচালনা হওয়া শুরু হয়। তাদের নির্দেশ ও তত্তাবধানে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে শমশেরনগর পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক, জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূইয়া, তদন্তকারী কর্মকর্তা রতন কুমার হালদার ও ফোর্সের সম্বনয়ে একটি আভিজ্ঞ টিম গঠন করা হয়।

কমলগঞ্জ থানা এই মামলা উদঘাটনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সাপোর্ট সরবরাহ করে। ঘটনাস্থল হতে প্রাপ্ত ৩ জোড়া সেন্ডেল, একটি বাইসাইকেলের প্যাডেল, একটি পুরাতন গামছার সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ও নিয়োগকৃত সোর্সের দেওয়া তথ্য মোতাবেক উক্ত আভিযানিক টিম উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে গত ২২ ফেব্রুয়ারী মধ্য রাতে ঘটনার সাথে জড়িত নারায়ন টিলার লাছানা রেংগেট এর ছেলে দিবস রেংগেট (১৯) এবং ২৩ ফেব্রুয়ারী রাতে একই এলাকার সুনিল বাউরির ছেলে উজ্জল বাউরিকে শমশেরনগর চা বাগান এলাকা হইতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আসামী দিবস রেংগেট বিজ্ঞ আদালতে ধর্ষন করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা উভয়ে ভিকটিম পূর্নিমা রেলীকে মামলার ঘটনাস্থলে নির্মমভাবে ধারালো অস্ত্রের আঘাতে খুন ফরেছে মর্মে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আসামী দিবস রেংগেট ঘটনাস্থল হতে উদ্ধারকৃত ২ জোড়া পুরুষ সেন্ডেলের মধ্যে ১ জোড়া তাহার এবং অপর জোড়া উজ্জল বাউরির বলে জানায়।

সে আরো জানায়, গামছাটি উজ্জ্বল বাউরির এবং উদ্ধারকৃত ভাঙ্গা বাই সাইকেলের প্যাডেলটি তার নিজের সাইকেলের। উক্ত সাইকেলটি গ্রেফতারকৃত আসামী উজ্জল বাউরির বসতভিটার গোয়াল ঘর হতে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। উক্ত বাই সাইকেলটির প্যাডেল ছিল না। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।

এসময় শমসেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূইয়া ও দতন্তকারী কর্মকর্তা রতন কুমার হালদার উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর