মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে অগ্নিকান্ডে মারা গেলেন দগ্ধ দুরুদ মিয়া ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত; হাজার হাজার মানুষের ঢল বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণের আয়োজন করলো “কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়” কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হলেন মুয়াজ্জিন কুলাউড়ায় ট্রেন থেকে ১১টি বগি বিছিন্ন, ৩ ঘন্টা বিলম্বে যাত্রা কমলগঞ্জে প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি ঐতিহ্যবাহী ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা শুরু সোমবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের ব্যখ্যা

কমলগঞ্জে শহীদ ও মাতৃভাষা দিবস পালিত

সালাহউদ্দিন শুভ / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক নির্মল এস পলাশ।

একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুর রহমান।

মণিপুরি ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক সুতপা সিংহা ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা (সমীর) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ নুরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,বাংলাদেশ মনিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ, মুন্ডা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন মুন্ডা, মনিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরবিন্দু কান্তি, বিশ্ব কবি মঞ্চ মৌলভীবাজার এর আহ্বায়ক পুলক কান্তি ধর প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আনহার আলী, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমেদ,মুমিনুল ইসলাম, রাজন আবেদিন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর