শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

হবিগঞ্জে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত শতাধিক

ডেস্ক রিপোর্ট / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে দুই গ্রুপের তিন ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে দুপক্ষের শতাধিক মানুষ আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে মার্কেটসহ বিভিন্ন দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়, যা রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কলেজছাত্র তাহসিন হত্যার ঘটনার সূত্র ধরে কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান এনাতাবাদ গ্রামের সৈয়দ খালেদুর রহমান ও আনমনু গ্রামের পৌর কাউন্সিলর নানু মিয়ার লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাঁধে। পরে এনাতাবাদ ও আনমনুর গ্রামের লোকজনের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন।

এ সময় চেয়ারম্যান খালেদের মালিকানাধীন রাজা কমপ্লেক্স ও আনমনু গ্রামের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর চালায় সংঘর্ষকারীরা।

প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিগ্বিদিক ছুটাছুটি করে।

নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর