মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

পুলিশের চাকরি দেওয়ার কথা বলে ৯ লাখ টাকায় চুক্তি

রিপোটার : / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি: সংগৃহীত

মাদারীপুরে কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মৃত চান মিয়া মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বর (৫২) ও একই উপজেলার ধুয়াসার এলাকার আবুল বাশার মাতুব্বরের ছেলে সজল মাতুব্বর (২৫)।

পুলিশ জানায়, শুক্রবার জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারিরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগে চাকরি দেওয়ার কথা বলে বেশ কয়েকজন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে ৯ লাখ টাকার চুক্তি করে অগ্রিম কিছু টাকা নেন প্রতারক লিটন মাতুব্বর।

বিষয়টি জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) নজরদারিতে ধরা পড়লে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে শহরের বঙ্গবন্ধু ল কলেজের সামনে থেকে লিটন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে প্রতারক চক্রের আরেক সদস্য সজল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে দুইজনের নামে সদর মডেল থানায় মামলা করে। শনিবার দুপুরে দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন ফ্রি ১২০ টাকা। এর বাইরে চাকরিপ্রত্যাশীদের ১ টাকাও বাড়তি দরকার হয় না। কিন্তু ওই দুই প্রতারক ৯ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করছিল।

এই প্রতারক চক্রের আরও কিছু সদস্য এ ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের ধরতেও অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার মাসুদ আলম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর