মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিল

ডেস্ক রিপোর্ট / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আটটি ইউনিয়নে গঠিত বিএনপির আহবায়ক কমিটি বাতিল করেছে জেলা বিএনপি। উপজেলার এক নেতার বাড়িতে বসে কমিটির ঘোষণার পর পর সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এ কমিটিগুলো বাতিল করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির আহব্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন স্বাক্ষরিত এক পত্রে নিজেই তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পত্রে তিনি উল্লেখ করে বলেন, উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বিগত ২৫ জানুয়ারি ২০২৫ ইং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম কোন এক বাড়িতে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি । তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন আহবায়ক কমিটি বাতিল করা হলো। ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে ক্যালেন্ডার তৈরি করে জেলা আহবায়ক কমিটি’কে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এছাড়া ইউনিয়ন কমিটি গঠনের জন্য নিরপেক্ষ স্থান, তারিখ সম্মলিত ব্যানার তৈরি করে কর্মী সমাবেশের আয়োজন করতে হবে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহব্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, রাজনগর উপজেলায় ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন হয়েছে একটি বাড়িতে বসে। যাহা বিষয়টি আমার নজরে ছিল না। একটি দলের কমিটি গঠন হবে বাসা-বাড়ি বসে কেন হবে ?। দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কোন কিছু বরদাস্ত করা যাবে না।

উল্লেখ্য যে, জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি’র সাবেক কমিটি বিলুপ্ত করে ১১ ও ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহব্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আহব্বায়ককমিটি।

গত ২৫ জানুয়ারী রাজনগর উপজেলা বিএনপি’র আহব্বায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহব্বায়ক মো. আব্বাস আলী স্বাক্ষরিত ৮টি ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়। আহব্বায়কদের কাছে কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন রাজনগর উপজেলা বিএনপি’র আহব্বায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহব্বায়ক মো. আব্বাস আলী।

এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলামসহ আহব্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর