রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

মৌলভীবাজারের ৭ উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ৩৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় চলমান ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার জেলাধীন সদর উপজেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের সম্মানিত উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদেরকে সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান। তিনি প্রশিক্ষণার্থীদেরকে গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য জনকল্যাণ মূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে উদ্ভুদ্ধ করেন।

ভিডিপি সদস্য হিসেবে আনসার ও ভিডিপি ক্লাবের সদস্য হয়ে যৌথ উদ্যোগ নিয়ে নিজেদের ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালনের জন্য সবাইকে আহবান জানান। তিনি সকল প্রশিক্ষণার্থীদেরকে শুধু মাত্র চাকরির মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার চিন্তা না করে আনসার ও ভিডিপি ক্লাব সমিতির গঠনের মাধ্যমে নিজস্ব অঞ্চলভিত্তিক সামষ্টিক উদ্যোগ গ্রহণে করে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য প্রেরণা দেন।

বাহিনী ও দেশের কল্যাণে নিবেদিত সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য সবাইকে উদ্ভুদ্ধ করেন। প্রশিক্ষণার্থীরা যাতে প্রশিক্ষণ শেষে বাহিনীর অন্যান্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সবাইকে উৎসাহ প্রদান করেন।

এ সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন বিশেষ করে নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সমাজের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক অপরাধ নির্মুলের জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি সচেতন থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। সবশেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য সব প্রশিক্ষণার্থীদেরকে অভিনন্দন জানিয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করেন।

জেলা কমান্ড্যান্ট জনাব মো: শাহ নেওয়াজ হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা প্রশিক্ষক সঞ্জয় কুমার সিংহের সঞ্চালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, উপজেলা প্রশিক্ষিকা জনাব শিবলী রানী সিনহা, ইউনিয়ন দলনেতা জাহাঙ্গীর মিয়া ও দলনেত্রী ডলি বেগম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর