শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে মানবিক পুলিশ ছিদ্দিকুর এর ঈদ উপহার

ডেস্ক রিপোর্ট / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫

সামাজিক এবং মানবিক কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জের মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। নিজ উদ্যোগে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব এবং দুর্যোগে অসহায়, দরিদ্র অসহায়দের খাদ্য সহায়তা দিয়ে আসছে।

শুক্রবার (৬জুন) সন্ধ্যায় কমলগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর (মানবতার ফেরিওয়ালা পরিষদ কার্যালয়)-এ মানবতার ফেরিওয়ালা পরিষদ ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সেই মানবিক পুলিশের কর্মকাণ্ডের অংশ হিসেবে এবারের ঈদুল আযহা উপলক্ষে নিম্নবিত্ত ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করেন মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার দৈনিক বাংলা ও নিউ ন্যাশন পত্রিকার প্রতিনিধি পারভেজ আহমদ, ডেইলি অবজারভার ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাদিকুর রহমান সামু, সংবাদ সারাবেলার পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি জাহেদ আহমদ,সমাজ সেবক শাহেদ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, মানবতার ফেরিওয়ালা পরিষদ ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সংগঠনটি এ এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের যেকোন বিপদে-আপদ, এবং দুর্ভোগ-দুঃসময়ে মানবতার হাত বাড়িয়ে দেয়। সম্প্রতি করোনা, বন্যা, শীতের সময় মানুষদের সাহায্য করে দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করছে। একইভাবে রমজানের ইফতার,নগদ অর্থ জামাকাপড় মাদ্রাসার ছাত্রদের জন্য পায়জামা পাঞ্জাবি এবং ঈদ উপহার দিয়েছে। আমরা তাদের এই কার্যক্রমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

বক্তারা আরো বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সকল মানুষের মুখে হাসি থাকে। আমাদের চারপাশে অসংখ্য মানুষ ঈদের দিনে নতুন পোশাক দূরে থাক, ভালো খাবারও কিনে খেতে পারে না। সেইসব মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছে মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। আমরা এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাই।

মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণকালে আমাদের সংগঠনগুলোর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। সম্প্রতি তীব্র শীতে অসহায় মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই ঈদে আমার জন্মভুমি কমলগঞ্জ উপজেলা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংগঠনের উদ্যোগে সিলেট, সুনামগঞ্জ, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে মানবিক কাজগুলো অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর