শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত হার্টে ব্লক: সিঙ্গাপুর যাবেন না জামায়াত আমির, দেশেই সার্জারি করাতে অনড়

কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কিয়াম উদ্দিন গংদের বিরুদ্ধে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের রজব আলী গংদের সাথে মৌরসী সুত্রে প্রাপ্ত ৯৭ শতক ভূমি নিয়ে পার্শ্ববর্তী বাড়ীর কিয়াম উদ্দিন গংদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ চলাকালীন সময় কিয়াম উদ্দিন গংরা জোর পূর্বক স্থায়ী স্থাপনা নির্মান করতে গেলে রজব আলীর পরিবার বাঁধা দেয়। এ সময় কিয়াম উদ্দিন গংরা রজব আলীর পরিবারের সদ্যসদের মারধর করে। এই ঘটনায় রজব আলী সহকারী জজ আদালত কমলগঞ্জে স্বত্ব মোকদ্দমা নং ১৫২/২৪ ইং দায়ের করেন।

আদালত গত ২০২৪ সালের ২২ অক্টোবর স্থিতাবস্থা বজায়ের আদেশ কর্যকর ও বলবৎ রাখার জন্য আদালত কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। আদালতের নির্দেশে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত কমলগঞ্জ থানার দায়িত্বরত এএসআই রেজাউল লাল জান্ডা টাঙ্গিয়ে উভয়পক্ষকে বিরোধকৃত জায়গায় না যাওয়ার জন্য অবহিত করে আসে।

এদিকে , সম্প্রতি রাতের আধাঁরে আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই কিয়াম উদ্দিন গংরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রজব আলী।

সরেজমিনে দেখা গেছে, এখন সেখানে ইট-বালু ফেলে রাখা হয়েছে। শ্রমিকেরা স্থাপনা নির্মাণের কাজ করছেন।

অভিযোগকারী রজব আলী বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিপক্ষ গত এক সপ্তাহ ধরে জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। প্রভাবশালী শক্তিতে তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন তা আমার বুঝে আসে না।’ তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানালেন।

স্থানীয় প্রতিবেশী আয়ুব আলী ও উমর মিয়া বলেন, কিয়াম উদ্দিন ও আমান উদ্দিন গংরা রাতের আঁধারে স্থানীয় রুবেল রাজ মেস্তরী সহ লোকজনদের নিয়ে কাজ করান।

প্রতিপক্ষ কিয়াম উদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আমাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। আমি আদালতের আর্দেশ অমান্য করিনি।

তবে অভিযোগর বিষয়ে কিয়াম উদ্দিনের স্ত্রী জহুরুন বিবি বলেন, আমরা আমাদের জায়গায় ঘর নির্মান করছি। সেখানে আদালত কি বললো সেটা দেখার বিষয় না। আমরা ঘরের নির্মান কাজ চালিয়ে যাব।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শামীম আকনজি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর