মৌলভীবাজারের কমলগঞ্জে শীতার্ত পাঁচ শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কমলগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর বড়বাড়িতে মানবতার ফেরিওয়ালা পরিষদ ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরনের মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়ান তিনি।
পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসমাইল হারুন, গাজী সালাউদ্দিন, গিয়াস উদ্দিন, মশাহিদ আহমেদ, আবুল কালাম, আইয়ুব আলী, খালেদ আহমেদ, সাংবাদিক পারভেজ আহমেদ, সালাহউদ্দিন শুভ, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, মুমিন ইসলাম, জাহেদ আহমেদ, সাইদুল ইসলাম প্রমূখ।
মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণকালে আমাদের সংগঠনগুলোর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। সম্প্রতি তীব্র শীতে অসহায় মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমার জন্মভুমি কমলগঞ্জ উপজেলার পাঁচ শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংগঠনের উদ্যোগে সিলেট, সুনামগঞ্জ, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।