মৌলভীবাজারের কমলগঞ্জে ২০১৯ সালে প্রবাসী আজাদের মৃত্যুর ক্ষতিপূরণের ঘটনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী শেখ জহির উদ্দিন ও তার ভাই শেখ আব্দুল কাদিরকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিদিনের মৌলভীবাজারকে প্রতিবাদ জানান শেখ জহির উদ্দিন।
সম্প্রতি তাদেরকে ফাঁসাতে জোরপূর্বকভাবে শিখিয়ে দেয়া বক্তব্যের একটি ভিডিও ও সংবাদ প্রকাশ করা হয়। সেই ভিডিওতে মৃত প্রবাসী আজাদের মাকে দিয়ে জোর করে শেখ জহির উদ্দিন ও আব্দুল কাদিরের বিরোদ্ধে বক্তব্য দেয়ানো হয়। তবে মৃত প্রবাসী আজাদ মিয়ার মা ও বড় ভাই বক্তব্য তারা নিজের ইচ্ছায় নয়, শিখিয়ে দেয়া হয়েছে বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শেখ জহির উদ্দিন বলেন, ‘জোর করে বক্তব্য শিখিয়ে দিয়ে তাদেরকে ফাঁসাতে চেয়েছিল একটি মহল। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সংযুক্ত আরব আমিরাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন নিজে পরিশ্রমের টাকা দিয়ে মানুষের পাশে থাকার সবসময় চেষ্টা করি। যা এখনো অব্যাহত আছে। কিন্তু কিছু কুচকরি মহল আছে এভাবে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালায়। তিনি আরও বলেন, আমি দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।’