মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

কমলগঞ্জ প্রেসক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ডেস্ক রিপোর্ট / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর আলোচনা ও দোয়া মাহফিল এর মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাব এর আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় বক্তৃতা রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের, সহকারি কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও কমলগঞ্জে কর্মরত সকল গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর কর্মময় জীবন যদি আমরা অবলোকন করি, তাহলে আমাদের জীবন সুখময় হবে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর