প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি যুক্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে পূর্ণ মিলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ই এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে খোরফাক্কান আল রাবি রেস্টুরেন্টে এই পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুম হাজী শেখ আরব উল্লাহ ও মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাত এর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান সমিতির সহ-সভাপতি জামাল আহমেদ, আবুল কালাম, কছরু মিয়া, উপদেষ্ট আব্দুল মালিক, প্রধান পৃষ্ঠপোষক আবদুল হক চৌধুরী শায়েস্তা, অর্থ সম্পাদক মাসুদ আলী, সহ-সাংগঠনিক ইমরান আহমেদ, সহ- সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, মছব্বির মিয়া, সিনিয়র সদস্য আব্দুস সোবহান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,কামারচাক ইউপি সহ সভাপতি জগলু আহমেদ ও কুলাউড়া ইউপির উপদেষ্টা সাইদুল আলম দুরুদ প্রমুখ
প্রবাসী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন যায়গা থেকে আসা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।