‘স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে’ এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস – ২০২৪, আলোচনা সভা অনুষ্ঠিত।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় সোমবার (৮ এপ্রিল ) সকাল ১০টায় প্রকল্পের হলরুমে মা ও শিশুদের অংশগ্রহণে বিশ্ব স্বাস্থ্য দিবসের স্বাস্থ্য বিষয়ক এক সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
প্রকল্পের কর্মী রিবিকা মাহাপাত্রের সঞ্চালনায়, আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গলের নিউ লাইফ হসপিটালের গাইনী কনসালটেন্ট ডা. অর্পিতা রায়। বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রকল্পের চেয়ারম্যান ফিলা পতমী। সভায় চা বাগানের প্রকল্পের উপকারভোগী দুইশতজন মা ও শিশুরা অংশগ্রহণ করে। এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) হিসাব রক্ষক চার্লি পাত্র, সমাজকর্মী ফ্লোরিস আমসে রাইমন বিশ্বাস, প্রতিমা ম্রং প্রমুখ। আলোচনা সভা শেষে প্রকল্পের ‘মা ও শিশুদের জন্য পুষ্টিকর খাবারের আয়োজন করা হয়।