যুক্তরাষ্ট্রে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনূভুত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে নিউ জার্সির অঙ্গরাজ্যে ভূমিকম্পটি আঘাত হানে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউ জার্সির হোয়াইট হাউস স্টেশন থেকে সাত কিলোমিটার উত্তর-পূর্বে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এবং নিউইয়র্ক সিটির মেয়র অ্যাডামস ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের কর্মকর্তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। আমরা সারা দিন জনসাধারণকে এ বিষয়ে আপডেট জানাব।’
নিউইয়র্ক সিটির স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ আমাদের পুরো অ্যাপার্টমেন্ট কাঁপতে শুরু করে। আমি ভয় পেয়ে গেলাম।’
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।