শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে ২ শতাধিক রোজাদারকে ইফতার করালেন শেখ জহির উদ্দিন ও বিল্লাল হোসেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন ও কমলগঞ্জ উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন।

বুধবার (৩ এপ্রিল ) উপজেলার পতনঊষার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ২ শতাধিক রোজাদার এই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

জানা যায়, প্রতি বছরের ন্যায় এবছরও মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন ও শমশেরনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন এর সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান তিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ধরনের ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী ও সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর