মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে। এই অভ্যুত্থানে সাংবাদিকদের অবদান কম নয়। এ জন্য সবাই মিলেই কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের, আমরা এই দেশের মানুষ। সব ক্ষেত্রেই দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। মানুষের মত প্রকাশের অধিকার সমুন্নত রাখার জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাব। বিভিন্ন পরিকল্পনা করে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর সাথে কমলগঞ্জ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে সার্বিক বিষয় নিয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু এর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, সাব্বির এলাহী, পিন্টু দেবনাথ,নির্মল এস পলাশ
প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, আব্দুর রাজ্জাক রাজা, অলক দেব সহ গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মী গণ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসক পর্যায় ক্রমে সব সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন। নবাগত জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাই কে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।