মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর শাহজালাল মর্ণিং সান স্কুলে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়। একই সাথে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার(২১ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান রঞ্জু।
শাহজালাল মর্ণিং সান স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. জহির আহমেদের সভাপতিত্বে ও স্কুল শিক্ষিকা মোছা. রাশিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল সিলেটের পরিচালক মাহমুদুর রহমান ও পরিচালক শেখ মোহাম্মদ ইকবাল।
পবিত্র কুরআন তেলওয়াত শেষে স্কুল শিক্ষার্থী ও শিক্ষিকাদের অংশ গ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর স্কুল প্রধান শিক্ষক মো. সাহাওয়াত হোসেন সোহাগ স্কুল প্রতিষ্ঠা, পরচালনা ও শিক্ষার মাণ উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, শিশুদের শুধু স্কুলে পাঠালে হবে না। তাদের পড়াশোনা নিয়ে খোঁজ রাখতে। ছাত্র-শিক্ষক- অভিবাক সমন্বয়ে শিক্ষার মাণ উন্নয়ন সম্ভব। এজন্য তিনি অভিবাকদের সচেতনভাবে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
সব শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান ও ফলাফল কার্ড প্রদান করা হয়।