সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় দুই জন আটক কমলগঞ্জে শাহজালাল মর্ণিং সান স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ আগুনে পুড়ে সাংবাদিক কন্যার মৃত্যু আগামির বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেবো: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান লাউয়াছড়া থেকে একরাতে ৩টি মূল্যবান সেগুন গাছ চুরি, চুরি হওয়া গাছের ১৬ টি খন্ডাংশ উদ্ধার উৎসবমুখর পরিবেশে চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্পের প্রাক বড়দিনের আয়োজন বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, তিনজন নিহত কমলগঞ্জ ললিতকলা একাডেমিতে ৭ দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ শুরু উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন

উৎসবমুখর পরিবেশে চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্পের প্রাক বড়দিনের আয়োজন

নিজস্ব প্রতিবেদক / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের শিশু উন্নয়ন প্রকল্পে (বিডি-০৪১৮) আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগীতায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ‘প্রাক-বড়দিন’ উদযাপন এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় দিনব্যাপী চাম্পারায় চা বাগানের প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রাক-বড়দিন উদযাপন, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রকল্পের নবনিযুক্ত চেয়ারম্যান সাজু মারছিয়াং এর সভাপতিত্বে এবং প্রকল্পের হিসাবরক্ষক রনি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপার্সন, জিডিশন প্রধান সুছিয়াং। আলোচনা সভার শুরুতেই প্রকল্পের শিশুদের নিয়ে প্রাক বড়দিনের কেক কেটে আনন্দ উদযাপন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু উন্নয়ন প্রকল্পের সাবেক চেয়ারম্যান রেভা: যাকোব কিস্কু, প্রকল্পের নবনিযুক্ত ব্যাবস্থাপক সায়মন দাস অনিক, রেভা: সখরিয় কট, ইসলামপুর ইউপি সাবেক সদস্য রাজেশ নুনিয়া ও প্রকল্প সংশ্লিষ্ট সদস্যবৃন্দরা।

এসময় প্রকল্পের ৩৪২ জন উপকারভোগী শিশু শিক্ষার্থী এবং ১৫ জন গর্ভবতী মায়েদের মধ্যে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথি জিডিশন প্রধান সুছিয়াং বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড মেধাসম্পন্ন জাতি গঠনে শিশুর সঠিক বিকাশে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। চা বাগানের শিশুরা এখনও শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে কমলগঞ্জের সীমান্তবর্তী চাম্পারায় চা-বাগান এলাকায় আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিশুর সঠিক বিকাশের ওপর কাজ করছে জেনে আমরা সকলই আনন্দিত। সুষ্ঠু শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আবেগীয় বিকাশের জন্য শিশুদের জীবনের প্রথম আট বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুর শিক্ষা ও বিকাশের ভিত্তি রচিত হয়। তাই শিশুর খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য-সেবা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করনে এই প্রকল্প অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

আলোচনা সভা শেষে প্রকল্পের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর