মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে আজ (১৬ ডিসেম্বর) ভোরে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে মৌলভীবাজার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
পুষ্পস্তবক অর্পণ শেষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডের গণকবরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।