সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার পরিকল্পনায় হবে এবারের বিপিএল

অনলাইন ডেস্ক / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

নানা জল্পনা-কল্পনা শেষে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর। এর আগে ১০টি আসর অনুষ্ঠিত হলেও দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের মান নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। প্রতি আসরেই বিপিএল নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অবস্থাদৃষ্ট এমন যে, বিপিএল মানে যেন ‘বিতর্ক প্রিমিয়ার লিগ’। ক্রিকেটারদের বেতন নিয়ে সমস্যা যেন প্রতি আসরের একটি স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে।

তবে দেশের পট-পরিবর্তনের ফলে পরিবর্তন এসেছে বিসিবিতেও। নতুন সভাপতি ফারুক আহমেদ এবার ঝেড়ে ফেলতে চান পুরনো সব বিতর্ক। উপহার দিতে চান উপভোগ্য একটি বিতর্কহীন বিপিএল। সেজন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহযোগিতা নিয়ে কাজ করছে বিসিবি। এবারের বিপিএলে প্রাধান্য দেওয়া হচ্ছে টুর্নামেন্টের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোয় এবং সেটি করা হচ্ছে খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনা অনুযায়ী।

দক্ষিণ আফ্রিকা সিরিজ ও বিপিএল সামনে রেখে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সভাপতি ফারুক আহমেদসহ বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে সভা করেছেন, যেখানে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সভায় নতুন বিপিএলের একটা প্রেজেন্টেশনও বিসিবির বিপিএল বিভাগ থেকে ক্রীড়া উপদেষ্টাকে দেখানো হয়েছে।

সভা শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘পরিবর্তিত সময়ের পরিপ্রেক্ষিতে বিপিএলকে কীভাবে মানুষের সঙ্গে আরও সম্পৃক্ত করা যায়, সেটাই আমরা চেষ্টা করছি।’

বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ আগের তুলনায় অনেক কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিপিএলকে একটা টুর্নামেন্ট হিসেবে ভালোভাবে উপস্থাপন করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকাটা রাখবে। তবে আমার মনে হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে সাহায্য করতেন, তিনি সর্বশেষ অলিম্পিকেও বড় একটা ভূমিকা রেখেছেন, বিপিএলের মতো টুর্নামেন্টে আমরা যদি তার সেই অভিজ্ঞতা ব্যবহার না করি, সেটা দুর্ভাগ্যজনক হবে।’

এই চিন্তা থেকেই ক্রীড়া উপদেষ্টা সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন বিসিবির কর্মকর্তাদের। যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বিপিএলে জনসম্পৃক্ততা বাড়ানোর এবং নতুনত্ব আনার তাৎক্ষণিক কিছু ধারণা দেন। সেসব নিয়েই একটা প্রাথমিক প্রেজেন্টেশন দাঁড় করায় বিসিবির বিপিএল বিভাগ। দুই-তিন দিনের মধ্যে এটা নিয়ে আবারও প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে বিসিবি ঠিক করবে চূড়ান্ত পরিকল্পনা।

আসিফ মাহমুদ বলেন, ‘বিপিএলকে কীভাবে আন্তর্জাতিকভাবে আরও স্বীকৃত করা যায় এবং কী কী নতুনত্ব যুক্ত করা যায়, তা থেকে বিসিবি আজ একটা প্রেজেন্টেশন দিয়েছে। দিন দুয়েকের মধ্যে আমরা আবারও বসব। আমরা চাই এবারের বিপিএলটাকে নতুন করে সাজাতে এবং এবারের বিপিএল যেন আমাদের ঘরোয়া ক্রিকেটে নতুন উদ্দীপনা নিয়ে আসে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর