রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লা/শ উ/দ্ধার মৌলভীবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাংবাদিক হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন  ভাইরালের জন্য মাটিতে পুঁতে ফেলার ভিডিও, দীর্ঘদিন অসুস্থ স্ত্রীর সেবাই করছেন স্বামী কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে নিজ বসতঘরে জ/বাই করে হ/ত্যা মাধবপুর লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপন শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে অজগর সাপ উদ্ধার পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ২ শতাধিক মানুষ বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কু/পিয়ে হ/ত্যা

বড়লেখায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি: / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাফিজ তৌফিকের কুরআন তেলাওয়াত মাধ্যমে বড়লেখা উত্তর সভাপতি জাবেদ আহমদের সঞ্চালনায় ও সদর সভাপতি হুমায়ুন কবির সাজুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক জেলা সভাপতি আব্দুস ছামাদ, প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, নায়াবে আমীর ফয়সল আহমদ, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ও সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছিত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ সভাপতি আব্দুর রহমান এবাদ, সেক্রেটারি ইমদাদুল হক ইমাদ, পশ্চিম সভাপতি কামরান আহমদ, সেক্রেটারি সাব্বির আহমদ, সুজাউল মাদ্রাসা সভাপতি কাওছার আহমদ, সেক্রেটারি হানজালা আহমদ, শহর সেক্রেটারি নোমান আহমদ ও উত্তর সেক্রেটারি মনজুর আহমদ প্রমুখ।

প্রধান অতিথি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের বিজয় হয়েছে, কিন্তু চুড়ান্ত বিজয় হয়নি। আমরা অহংকারী হলে চলবে না, আমাদের জন্য যে কাজটি সর্ব প্রথম করতে হবে তা হল আল্লাহর শুকরিয়া আদায় ও আল্লাহর কাছে বেশি করে সাহায্য চাইতে হবে।আমাদেরকে আদর্শের ও জ্ঞানের মানদণ্ড সবার চেয়ে শেরা হতে হবে। ক্লাসের সবচেয়ে ভাল নাম্বার পাওয়ার অধিকারী হতে হবে। বাংলাদেশের প্রতিটি ইস্কুল, কলেজ, মসজিদ, মাদরাসায় নারায়ে তাকবিরের ধ্বনিতে মুখরিত করতে হবে।আমাদের আদর্শ চরিত্র, উত্তম ব্যবহার দিয়ে আমাদের সুমহান আদর্শের দাওয়াত দিতে সবাইকে আহবান জানান।প্রত্যকের চরিত্রে আলো চড়াতে হবে,জ্ঞানের দিক দিয়ে সবার চেয়ে শ্রেষ্ঠ হতে হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর