মৌলভীবাজাররে কমলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কানাডায় গমন উপলক্ষে উপজেলার ভানুগাছ বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার সজ্জাদ পারভেজ (মনি) ও মো. মোশারফ হোসেন কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর ) রাত ৮ টার দিকে উপজেলার কমলগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, অলক দেব, পিন্টু দেবনাথ, আসহাবুজ্জামান শাওন, সালাউদ্দিন শুভ, নির্মল এস পলাশ, মোনায়েম খান ও এমএ মুক্তাদির আহমদ প্রমুখ।
সভায় সপরিবারে কানাডা গমন উপলক্ষে কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার সজ্জাদ পারভেজ (মনি) ও মো. মোশারফ হোসেন বলেন, ‘প্রেসক্লাবের উন্নয়নে সবসময় পাশে ছিলেন, আগামীতেও প্রেসক্লাবের পাশে থাকবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’