মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের হিরামতিতে ধলাই নদীর প্রতিরক্ষা ধ্বসে যাওয়া বাধে ৭০ ফুট জায়গার স্বেচ্ছা শ্রমে সংস্কার করছেন স্থানীয় যুবকরা।
জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামে ধলাই নদীর প্রতিরক্ষ বাঁধের প্রায় ৭০ ফুট বাঁধ ধবসে পড়ে। ফলে বাঁধ ভেঙ্গে গিয়ে ব্যানার আশংকা দেখা দেয়। সে সময় বাঁধে গাছ-বাঁশ ফেলে ভাঙ্গণ থেকে রক্ষা করেন। এখন বন্যার পানি নেমে গেছে। আবারে বন্যার আশংকায় স্থানীয় যুবক আহসাবুল আহমেদ শাওন এর উদ্যোগে এলাকার ৪০/৫০ জন স্থানীয় যুবক মিলে নদীগর্ভে চলে যাওয়া বাঁধ মেরামতকরছে।
শুক্রবার সকালে সাংবাদিক আসহাবুজ্জামান শাওনের নেতৃত্বে এলাকার ৫০/৬০ তরুন হিরামতি গ্রামের ভাঙ্গনকৃত বাঁধটি অন্যস্থান মাটি এনে সংস্কার করতে দেখা যায়।
আলাপকালে সাংবাদিক আসহাবুজ্জামান শাওন বলেন, আবারো যদি বন্যা আসে তবে এই বাঁধটি যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। বাঁধ ভেঙ্গে মাধবপুর ইউনিয়নের হিরামতি,শিমুলতলা সহ পুরো মাধবপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পানিতে তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হবে। ক্ষতি আশংকা থেকে স্থানীয় তরুনদের সাথে বাঁধটি সংস্কারের প্রস্তাব দিলে তারা স্বেচ্ছা শ্রমে বাঁধ সংস্কার করতে রাজি হয়ে যায়। সেই আলোচনাই থেকে আজ সংস্কার কাজ শুরু করা হয়েছে। তা আগামী ২/৩দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে।