মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে ১৪৫টি গ্রামের ৩৫ টি বিদ্যালয় নিন্মজিত হয়েছিল। বন্যার পানির কারনে স্কুলে রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র,বই সহ আসবাবপত্র বিনষ্ট হয়েছে।
জানা যায়, ২৬ আগষ্ট বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১৪টি স্থানে ভাঙ্গন দেয়। নদীর ভাঙ্গনের কারনে উপজেলার ১৪৫টি গ্রাম,বিস্তৃন এলাকা সহ ৩৫টি বিদ্যালয় প্লাবিত হয়েছিল। তারই একটি পতনউষার ইউনিয়নের রাধা গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২৯ আগষ্ট দুপুরে রাধা গোবিন্দপুর স্কুলে গেলে বই,কাগজপত্র রৌদ্রে শুকাতে দেখা যায়। সেখান থেকে খুজে খুজে পড়ছে স্কুলের ছাত্র ছাত্রীরা।
স্কুলের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ বলেন, ‘২৬ আগষ্ট বিকালে স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র উঁচু স্থানে রেখে যাই। রাতে বন্যার পানি প্রবেশ করে স্কুলের ভিতরে প্রায় ৬ফুট পানি প্রবেশ করে। সকালে এসে স্কুলে পানির অবস্থা দেখে প্রবেশ করতে পারিনি। ফলে স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র,বই সহ আসবাবপত্র পানিতে বিনষ্ট হয়েছে। বিষয়টি শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করছি। তিনি আরো বলেন, এখন যেটুকু কাগজপত্র, বইও আসবারপত্র কিছুটা ভালো আছে তা রৌদ্রে শুকাতে দেয়া হয়োছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,‘উপজেলার প্রায় ৩৫টি শিক্ষা প্রতিষ্টান পানিতে নিমজ্জিত হয়েছিল। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা খুজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।’