মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা দুর্গত লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কমলগঞ্জের সম্মিলিত সনাতনী সমাজ। সোমবার দুপুর ১২ টা থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ত্রাণ পৌছে দেন সম্মিলিত সনাতনী সমাজের সদস্যরা।
সম্মিলিত সনাতনী সমাজের সদস্যরা জানান, আমরা কমলগঞ্জ উপজেলার পতনঊষার, মুন্সীবাজার, সদর ইউনিয়ন, আলীনগর ও আদমপুর ইউনিয়েনর বিভিন্ন এলাকায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পানি বন্দী মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বিতরণ করি। আমাদের এমন সহযোগীতা সবসময় অব্যাহত থাকবে।
ত্রান সামগ্রীর মধ্যে ছিল- চাল, তেল, ডাল, আলু, সাবান ও ওরস্যালাইন ।