মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্যা কবলিত ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন মো: বজলুর রহমান ফাউন্ডেশন।
শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত, অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি জমির আহমেদ ও সাধারণ সম্পাদক শামসুর রাজা চৌধুরী জানান, তাদের ফাউন্ডেশন মুলত শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করে। কিন্তু কমলগঞ্জ এই দুর্যোগে বিভিন্ন সংগঠন ও মানবিক মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান।