বর্তমান সরকারের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সেক্ষেত্রে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মেহনাজ ফেরদৌস।
এছাড়া কমলগঞ্জ উপজেলা পরিষদে প্রশাসক হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মৌলভীবাজার কে এ তথ্য নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।