শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

স্বাস্থ্য অধিদপ্তরের অবহেলা: ৬৮ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ প্রার্থীদের ১১ বছর ধরে হয়রানি-অভিযোগ ভুক্তভোগীদের

অনলাইন ডেস্ক / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

২০১৩ সালে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন পদে তৃতীয় শ্রেণির কর্মচারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে। দুর্নীতি ও আইনগত জটিলতার কারণে এ নিয়োগ পরীক্ষার ফলাফল ২০১৯ সালে প্রকাশিত হয়। আশানুরূপ ফল না পাওয়ায় প্রার্থীরা এবিষয়ে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে তারা জানতে পারেন, নিয়োগ পরীক্ষায় ফেইল করা প্রার্থীরা (attachment) ও ভুয়া মুক্তিযোদ্ধা (সকল প্রমাণ হাইকোর্টে দাখিল করে) কোটাধারীরা নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও সর্বোচ্চ নাম্বার পাওয়া প্রার্থীরা সুপারিশপ্রাপ্ত হননি (আন্দোলনকারী নিয়োগপ্রার্থীরা)।

এই ফলাফলের বিরুদ্ধে উপযুক্ত সকল প্রমাণ সাপেক্ষে হাইকোর্টে রিট আবেদন করার পর হাইকোর্ট রায় পাওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরকে ৬৮ টি পদ রিজার্ভ রাখার নির্দেশ দেয়, যাতে রায়ের ফলাফল প্রার্থীদের পক্ষে এলে স্বাস্থ্য অধিদপ্তর পদ ফাঁকা নেই বা এ প্রকার কোনো অযুহাত দেখাতে না পারে।

২০২২ সালে হাইকোর্ট নিম্নোক্ত রায় প্রদান করে

The respondents are directed to appoint the petitioners in their respective posts after scrutinizing their results sheets within 3 months from the date of receipt of this judgement and order.

হাইকোর্ট ৩ মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে রেজাল্ট শিট পুণনিরিক্ষণ করে ৬৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করার নির্দেশ দেয়। পরবর্তীতে ভুক্তভোগীরা আদালত অবমাননার মামলা করলে, আদালত অধিদপ্তরকে ২৮ দিনের সময় বেঁধে দেয়।

দীর্ঘদিন হয়রানি ও মানবেতর জীবনযাপন করায় এবং দায়িত্বে থাকা সকল কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের উপর ভরসা হারিয়ে, ১৮ আগস্ট রোববার ভুক্তভোগী ৬৮ জন পদপ্রার্থী নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত আমরণ অবস্থান ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। প্রতিবারের মত এবারেও কিছু নির্দিষ্ট কর্মকর্তা কূটকৌশল ব্যবহার করে তাদের মিথ্যা আশা দেয় এবং পুনরায় কালক্ষেপণের ষড়যন্ত্র করতে থাকে যাতে তাদের অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশে এমন আচরণ আমরা মেনে নিতে পারি না। এইরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ রোববার সকাল ৯টা থেকে, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অফিসের(মহাখালী) সামনে আমরণ অবস্থান ধর্মঘট পালন করব।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর