“স্বাধীনতা এনেছি,স্বাধীনতা রক্ষা করবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ডাকসুর ভিপি নুরুল হক নুরু এর গণধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ এর পক্ষ থেকে থেকে ফ্যাসিস্ট সরকার পতনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজারে বাংলাদেশ গণধিকার পরিষদ কমলগঞ্জ উপজেলার আয়োজনে এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা শাখার গণঅধিকার পরিষদ এর যুগ্মসচিব মোহাম্মদ সোহেল আহমদ, ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মাহদী হাসান, গণ অধিকার পরিষদের সচিব আনোয়ার হোসেন প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা শাখার গণঅধিকার পরিষদ এর যুগ্মসচিব মোহাম্মদ সোহেল আহমদ বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের ক্ষতি ও বর্তমান সময়ের বিরোধী দলের কারো উপর কোন নির্যাতন বা লুট পাট করবো না।
বক্তব্য প্রদান কালে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।