মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার ললিতকলা একাডেমিতে শপথ গ্রহন করেন কমিটির সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ ও অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়।
মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক স্থানীয় সরকার, সিলেট এর দেবজিৎ সিংহ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিচালক সমাজসেবা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম, মৌলভীবাজার জেলা সমাজ সেবার উপ পরিচালক হাবিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল), কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ সমাজ সেবা কর্মকর্তা মো. ইউসুফ, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, সিলেটের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. গৌর মণি সিনহা, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী সমাজকল্যাণ সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. শরদিন্দু কান্তি সিনহা।
অনুষ্ঠানে ১৫টি পদে নব নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক দেবজিৎ সিংহ।
এছাড়াও দ্বিতীয় অধিবেশনে মণিপুরী সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি প্রতাপ চন্দ্র সিংহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ,মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার সিংহ,সহকারী নির্বাচন কমিশনার পরিমল সিংহ, মহা রাস লীলার সাধারণ সম্পাদক ও সমাজকর্মী শ্যাম সিংহ সহ মণিপুরী সমাজে বিভিন্ন গ্রাম থেকে সমাজকর্মী সুধীজন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।