মৌলভীবাজারের কমলগঞ্জে বসত ঘর থেকে দুটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে এগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার যোগীটিলা ও বালিগাঁও গ্রাম থেকে সাপ দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, যোগীটিলা ও বালিগাঁও গ্রামে বসতঘরে দুটি সাপ দেখে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংঘটন Stand For Our Endangered Wildlife ( S E W) টিম সাপ দুটি উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।
লাউয়াছড়া রেঞ্জ বন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বিষ দাঁড়াশ সাপ দুটি সুস্থ থাকায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।