মৌলভীবাজার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে কোটা সংস্কারের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে শহীদ মিনার সম্মুখে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
বক্তারা বলেন, কিছু কুচক্রী মহল দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের মহান গৌরবকে কটাক্ষ করছে মুক্তিযোদ্বাদের অসম্মানিত করছে। এই কুচক্রী মহলকে শাস্তির আওতায় আনতে সরকারের দৃষ্টি কামনা করেন বক্তারা।