মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। রোববার বিকেলে শহরের শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
পরে জগন্নাথ দেবের আখড়ার সামনে থেকে হাজারো মানুষের সমাগমে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুবদ্রাকে রথে চড়িয়ে পুরো শহর প্রদক্ষিণ করা হয়।
এদিকে রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ (ইসকন) আয়োজনে হাজারো মানুষ নিয়ে সবুজবাগ এলাকা থেকে পৃথক আরেকটি রথ বের হয়। কীর্তন, সাউন্ড সিস্টেমের তালে ভক্তরা নেচেগেয়ে পুরো শহর প্রদক্ষিণ করেন। ইসকনের এই রথযাত্রা আগামী সপ্তাহে উলটো রথের মধ্যে দিয়ে শেষ হবে।