বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কমলগঞ্জে বিএনপির বিজয় মিছিল আজ সিলেটসহ সারা দেশে গ্রে প্তা র দেড় হাজার : চলছে বিশেষ অভিযান একমাসে সিলেটের সড়কে প্রাণ গেলো ২৬ জনের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গল বিএনপির বিজয় মিছিল তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন

কুলাউড়ায় বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারী ভর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন ।

৪ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার ভুকশিমইল ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বৃহস্পতিবার ভুকশিমইল ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে গিয়ে ঘাটেরবাজার শেডঘর আশ্রয়কেন্দ্রে ৩০ টি, সাদিপুর মাদ্রাসায় ৫০ টি ও কাইরচক প্রাথমিক বিদ্যালয়ে ২০ টিসহ মোট ১০০ টি পরিবারের মাঝে (চাল, তেল, চিনি, ডাল, লবণ, মসলা) ত্রাণ পৌঁছে দেন। এসময় ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির , কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপনসহ স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১৭ জুন থেকে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৌরসভাসহ ৯ টি ইউনিয়ন প্লাবিত হয়ে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বিশেষ করে ভূকশিমইল, কাদিপুর, জয়চন্ডী ইউনিয়নের অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এখনো যান চলাচল বন্ধ রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী বলেন, ইতিমধ্যে সরকারিভাবে ১৮০ মে: টন চাল বরাদ্দ পাওয়া গেছে ১৮ হাজার পরিবারের মাঝে। প্রায় ১৬ হাজার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। শুকনো খাবার ১৫০০ প্যাকেট বরাদ্দ মিলেছে। ৫০০ প্যাকেট বিতরণ করা হয়েছে। ২ লাখ ১০ হাজার টাকা দিয়ে প্যাকেটজাত শুকনো খাবার ৬২০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৩৩০ প্যাকেট শিশু খাদ্য, ১৫০ প্যাকেট গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বন্যা পরিস্থিতি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন। বন্যা শুরুর দিন থেকে বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্র ছাড়াও গ্রাম পর্যায়েও ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রান বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর