মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর-মিরতিঙ্গা রাস্তাটি দীর্ঘ দিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার সংস্কারের দারীতে মঙ্গলবার (২জুলাই) সকালে কয়েকজন যুবক কাঁচা রাস্তার সংস্কারের দাবীতে প্রসাশনের নজরে আনার জন্য রাস্তার কিছুর অংশে ধানের চারা রোপন করে ব্যতিক্রমি প্রতিবাদ করেছে।
জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের অন্তরঃগত রামচন্দ্রপুর-মিরতিঙ্গা রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কার বিহীন অবস্থায় আছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী দাবী জানিয়ে আসলে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। বর্তমানে বর্ষা মৌসুমে রাস্তাটি আরো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনুচ্ছিক কয়েক জন যুবক বলেন, ‘রাস্তাটি সংস্কারের দাবীতে ও রাস্তাটি করুন অবস্থা প্রশাসনের নজরে আনার জন্য ২ জুলাই মঙ্গলবার সকালে এলাকার কয়েকজন যুবক রাস্তায় ধানের চারা রোপন করে এব ব্যাতিক্রমি প্রতিবাদ জানিয়েছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বক্তব্য নেয়ার জন্য ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, ‘রাস্তাটি আমার নজরে আছে। দ্রুত সংস্কার করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’